২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টাঙ্গাইলে ব্রিজ ভেঙে ট্রাক পানিতে

টাঙ্গাইল করেসপন্ডেন্ট || ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম
টাঙ্গাইলে ব্রিজ ভেঙে ট্রাক পানিতে


টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক ডোবার পানিতে পড়ে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২০ কিলোমিটার ঘুরে জেলা শহরে প্রবেশ করতে হচ্ছে। ভোগান্তি পড়েছেন এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা। 

শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে ধুল্যা বাড়ার এলাকার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে টাঙ্গাইলের জেলা শহরের সঙ্গে দেলদুয়ারের যোগাযোগ সড়ক পথে বন্ধ রয়েছে। ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন, লাল মিয়াসহ বেশ কয়েকজন বলেন, ‌‘এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ ছিল। ভােরে বালুবাহী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময়  ভেঙে পানিতে পড়ে যায়। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজ ভেঙে মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেলো। তাই এটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, ‘ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনা রোধে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়াও, সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।’

নোমান/এইচ



আরো পড়ুন