২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৭ শতাধিক, ২৪ ঘণ্টায় ১৫

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৯ পিএম
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৭ শতাধিক, ২৪ ঘণ্টায় ১৫


চলতি বছর (২০২৩) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। এর মধ্যে ঢাকা সিটিতে ৫০৮ জন ও ঢাকার বাইরে ১৯৮ জন।  শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৪২ ও ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৬৫ ও ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪৬৫ রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬৫ হাজার ১৪ এবং ঢাকার বাইরে ৭৭ হাজার ৫৭৩ জন।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬০ হাজার ২৪১ ও ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৭১ হাজার ৯১০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৪২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৭১৭ জন ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ১২৫ জন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন