২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



কক্সবাজারে গ্যাস সিলিন্ডার লিকেজ, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি || ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৯ এএম
কক্সবাজারে গ্যাস সিলিন্ডার লিকেজ, নিহত ১


কক্সবাজার সদরের নুনিয়ারছড়া ফিসারী ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে দগ্ধ আয়ূব আলী (৫৮) মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।  চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি বিষয়টি নিশ্চিত করেন। 

আয়ূব আলী চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মন্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।

কাউন্সিলর নুরুস শফি বলেন, 'শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙ্গর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। এতে ১১ জেলে দগ্ধ হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান।' 

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন