২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



আন্তর্জাতিক ফুটবলে প্রথম নারী রেফারি পেলো সৌদি

ক্রীড়া ডেস্ক || ০৬ জানুয়ারী, ২০২৩, ১২:০১ পিএম
আন্তর্জাতিক ফুটবলে প্রথম নারী রেফারি পেলো সৌদি


সৌদি আরব। মুসলিম প্রধান দেশ। নারীদের বিষয়ে রক্ষণশীল হলেও ২০২১ সালের নভেম্বরে নারীদের পেশাদার লিগ শুরু হয়। গত বছর সৌদি নারী দলের মালদ্বীপে একটি প্রীতি টুর্নামেন্টের মধ্যদিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। তখন থেকেই বিভিন্ন সুযোগের দ্বার খুলতে থাকে সৌদির নারীদের জন্য। এবার দেশটি আন্তর্জাতিক ফুটবলে নারী রেফারিও পেয়েছে।

 গত বছর ফেব্রুয়ারিতে মালদ্বীপের প্রীতি টুর্নামেন্টে অংশ নিয়েই অভিষেক ম্যাচে সিশেলসকে ২–০ গোলে হারায় সৌদির নারীরা। এবার এক বছরেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসই গড়ে ফেললেন ৩৪ বছর বয়সী সৌদির এই নারী রেফারি।

এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ বিশ্বকাপের সহ–আয়োজক হতে সৌদি আরব ফুটবলে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এজন্য পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলারকে নিজেদের ক্লাব ফুটবলে যুক্ত করেছেন রক্ষণশীল এই দেশটি। লিওনেল মেসিকেও আনার জোর গুঞ্জন ও আলোচনা চলছে। এবার বিশ্বকে নারী রেফারিও উপহার দিয়ে দিল সৌদি আরব।


এএফপিকে আসমারি বলেছেন, ‘সৌদি আরবের খেলাধুলার ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাজ পেয়ে আমি আনন্দিত। তবে সৌদি আরবের ফুটবল অ্যাসোসিয়েশন ছেলেদের ম্যাচ পরিচালনার অনুমতি না দেওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আমার ভাবনা নেই।’

২০১৮ সালে রেফারি হিসেবে যাত্রা শুরু করেন আসমারি। ইতোমধ্যে সৌদির নারী ফুটবল লিগে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এখন সামনে আরও কি কি করে সৌদি সরকার, তাই দেখার বিষয়।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন