২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি চক্রান্ত আছে : ফারুক খান

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ আগস্ট, ২০২৩, ০৩:৩৮ পিএম
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি চক্রান্ত আছে :  ফারুক খান


নির্বাচন নিয়ে বিদেশিদের  আলোচনাকে আওয়ামী লীগ স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন  কর্নেল ( অব:)  ফারুক খান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি চক্রান্ত আছে।সোমবার (২৮ আগস্ট)  সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক খান বলেন, ‘বিদেশি চক্রান্ত আছে, আপনারা ভালো করে বোঝেন। কতগুলো দেশ, বিশেষ করে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, তারা আমাদের নির্বাচন নিয়ে বারবার কথা বলছে। নির্বাচন নিয়ে তাদের কথা বলার কারণ কিছুটা আমরা বুঝি। একটা বড় কারণ, তারা ভাবছে যে দেশে তাদের বিনিয়োগ আছে। তারা উন্নয়ন–অংশীদার। সুতরাং তারা মনে করে যে নির্বাচন নিয়ে তারা আলোচনা করতে পারে। নির্বাচন নিয়ে তাদের আলোচনাকে আমরা স্বাগত জানাই।

কর্নেল ( অব:)  ফারুক বলেন, ‘বিদেশ থেকে যে প্রতিনিধিই এসেছে, আমরা বলেছি, আগামী নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশীদারত্ব করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও আমরা বলেছি নির্বাচনের ব্যাপারে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের যদি ভালো কোনো পরামর্শ থাকে, তাহলে সে পরামর্শগুলো নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করতে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন