এশিয়া কাপের আগেই ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের জার্সি উন্মোচন করেছে পাকিস্তান। সোমবার (২৮ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ এ জার্সি উন্মোচন করেন।
উন্মোচিত জার্সির ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙকে প্রাধান্য দিয়েই ডিজাইন করা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি। জার্সির বামদিকে রয়েছে ওয়ানডে বিশ্বকাপের লোগো, আর ডানদিকে রয়েছে পাকিস্তানের পতাকা ও একটি তারকা ।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেন, ‘এই জার্সি পাকিস্তানের চেতনা ও দৃঢ়তার প্রতিনিধিত্ব করে। ইতোমধ্যেই পাকিস্তান দল ওয়ানডে ফরম্যাটে এক নম্বরে উঠে এসেছে। আমরা বুকে পাকিস্তানের তারকা এবং পতাকা রেখেছি যা আমাদের পরিচয়ের প্রতিনিধিত্ব করে। আমি আশাবাদী আমাদের দল ভারতে বিশ্বকাপ জিতবে।’
ঢাকা বিজনেস/এমএ/