২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



যে কারণে হিলিতে কমছে না পেঁয়াজের দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৫ আগস্ট, ২০২৩, ০২:৩৮ এএম
যে কারণে হিলিতে কমছে না পেঁয়াজের দাম


দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও কমছে না দাম। ক্রেতারা বলছেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নতুন করে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় একলাফে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। ৩০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। খুচরা বিক্রেতারা বলছেন, আমাদের এখনো বেশি দামে বন্দর থেকে পেঁয়াজ কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে, আমদানিকারকরা জানান, এমনিতেই ভারতে পেঁয়াজের দাম ছিল বাড়তির দিকে। তার সঙ্গে দেশটির সরকার নতুন করে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করায় দাম দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) পেঁয়াজের ক্রেতা, বিক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

হিলি বাজারে পেঁয়াজ ক্রেতা মো. সাইদুল ইসলাম বলেন, ‌‘এক লাফে পেঁয়াজের দাম দ্বিগুণ হবে, এটা ভাবতেই পারিনি। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ কিনলাম ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। আর বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সপ্তাহ পরে সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।’ 

খুচরা পেঁয়াজ বিক্রেতা মো. আশরাফ আলী বলেন, ‘এক সপ্তাহ আগে বন্দর থেকে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ২২ থেকে ২৩ টাকা দরে কিনে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করি। আর এই সপ্তাহে বন্দর থেকে কিনতে হচ্ছে প্রতিকেজি ৫৩ থেকে ৫৫ টাকা। আর বিক্রি করছি ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। এরমধ্যে রয়েছে ভ্যান ভাড়া ও লেবার খরচ।’ 

আমদানিকারক মো. শহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সরকার চলতি বছরের ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ করে দেয়। একপর্যায়ে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে আবারও আড়াই মাস পর ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। তারপর থেকে স্বাভাবিক ছিল পেঁয়াজের বাজার। পাইকারি ২২ থেকে ২৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছিল ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে।’ 

শহিদুল ইসলাম আরও বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিরুৎসাহিত করতে গেলো ১৮ আগস্ট থেকে। নতুন করে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এর ফলে আগের চেয়ে প্রতিকেজি পেঁয়াজ আমদানি মূল্য বেড়ে যায় ৫ থেকে ৬ টাকার মতো। এর সঙ্গে আছে পরিবহন খরচ, বাংলাদেশের কাস্টমস শুল্কসহ অন্যান্য খরচ। সবমিলিয়ে প্রতিকেজি পেঁয়াজে পড়ছে ৫০ থেকে ৫১ টাকা। আর আমরা বিক্রি করছি ৫৩ থেকে ৫৫ টাকা কেজি দরে।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘ভারত থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। গেলো দুই দিনে বুধবার (২৩ আগস্ট) ও বৃহস্পতিবার (২৪ আগস্ট) এই বন্দর দিয়ে ৬৯টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৭১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

 ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন