২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটে আগুন

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ আগস্ট, ২০২৩, ০৪:৩৮ পিএম
বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটে আগুন


বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশে চারতলা ভবনের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২১ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেন।

মো. শাহজাহান জানান, রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশে চারতলা ভবনের ৪র্থ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। এক মিনিটের মধ্যেই ৮টা ৪১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে রাত ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন