২৯ জুন ২০২৪, শনিবার



শূন্য থেকে বাংলাদেশ আজ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে : এফবিসিসিআই সভাপতি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
শূন্য থেকে বাংলাদেশ আজ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে :  এফবিসিসিআই সভাপতি


রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি বলেন, ‘শূন্য থেকে শুরু করে বাংলাদেশ আজ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে। দেশ স্বাধীন না হলে এগুলো সম্ভব হতো না। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল আলম বলেন,  ‘ব্যবসায়ীরা সব সময় আশা করে রাজনৈতিক স্থিতিশীলতা। গত ১৫ বছরে দেশে কোনো হরতাল ছিল না, অবরোধ ছিল না, কোনো রকমের জ্বালাও পোড়াও ছিল না। এতে শ্রমিক, রিক্সাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন।’

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা চাই রাজনৈতিক সহনশীলতা। সব রাজনৈতিক দলকে অনুরোধ করবো যেন একটি স্বাভাবিক, সুন্দর পরিস্থিতি রেখে আগামী নির্বাচন হয়। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের ব্যবসায়ীরা আজ অনেকেই ব্যাংকের মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। ’ 

মো. মাহবুবুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, সেটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের অর্থনীতির আকার বাড়ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের আকার বাড়ছে। প্রচলিত-অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়ছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন