১১ জানুয়ারী ২০২৫, শনিবার



সেমিফাইনালে রাতে চিলির মুখোমুখি হবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || ১২ আগস্ট, ২০২৩, ০৯:৩৮ এএম
সেমিফাইনালে রাতে চিলির মুখোমুখি হবে ব্রাজিল


আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এবার সেমিফাইনালে স্বাগতিক চিলির মুখোমুখি হবে তারা। 

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপরে চ্যাম্পিয়ন ব্রাজিল। 

গ্রুপ পর্বে কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা ও আর্জেন্টিনাকে হারায় সেলেসাওরা। 

ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় গভীর রাত ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। স্থানীয় সময় সন্ধ্যা  ছয়টা। এর আগে প্রথম সেমিফাইনালে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও কলম্বিয়া। 

ব্রাজিল-চিলির ম্যাচটি সরাসরি দেখা যাবে কনমেবলের ইউটিউব চ্যানেলে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন