আগামীকাল শনিবার থেকে এশিয়া কাপ-২০২৩ এর টিকিট বিক্রি শুরু হবে। শুক্রবার(১১ আগস্ট) আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
টিকিটের দামের বিষয়ে পিসিবি জানিয়েছে, যেহেতু ১৫ বছর পর এশিয়া কাপ পাকিস্তানে ফিরেছে, সেহেতু টিকিটের দাম সাশ্রয়ীই রাখা হয়েছে। যাতে করে ক্রিকেট ভক্তরা পাকিস্তান ও এশিয়ার ক্রিকেট তারকাদের কাছ থেকে দেখতে পারে।
প্রাথমিকভাবে মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের ভিআইপি ও প্রিমিয়াম স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হবে। এরপর পাকিস্তানের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রথম শ্রেণি ও সাধারণ শ্রেণির টিকিটের মূল্য জানানো হবে। এই ঘোষণা পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে।
টিকিট কিনতে ক্লিক করুন pcb.bookme.pk
ঢাকা বিজনেস/এমএ/