০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



সেই দুর্ঘটনায় মার্সেলোর নিষেধাজ্ঞা ও জরিমানা

ক্রীড়া ডেস্ক || ১১ আগস্ট, ২০২৩, ০৮:৩৮ এএম
সেই দুর্ঘটনায় মার্সেলোর  নিষেধাজ্ঞা ও জরিমানা


সেই আঘাতে লুসিয়ানো সানচেজের পা ভাঙার ঘটনায় নিষেধাজ্ঞা ও জরিমানার কবলে পড়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলো। গত সপ্তাহে কোপা লিবার্তাদোরেসে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের মধ্যকার ম্যাচে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় লুসিয়ানো সানচেজের পা মাড়িয়ে দিয়েছিলেন মার্সেলো। এতে সানচেজের পায়ের হাড়ের দুই অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। 

সেই ঘটনার ১০ দিন পর মার্সেলোকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৬ হাজার ইউরো জরিমানা করেছে দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। 

টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। ম্যাচের ৫৬ মিনিটে বল পায়ে দৌড়ানোর সময় জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের বাঁ পা অনিচ্ছাকৃতভাবে মাড়িয়ে দেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাক মার্সেলো। এতে ভয়াবহ আঘাত পান সানচেজ। বাঁ পায়ের দুই হাড় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তার। এর জন্য অবশ্য তখনই লাল কার্ড দেখেন মার্সেলো। 

আর্জেন্টিনো জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনি কাল ডি স্পোর্টস রেডিওকে সানচেজের চোট নিয়ে বলেছিলেন, ‘চিকিৎসক হিসেবে ২৩ বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। উর্বস্থি (ফেমার) ও অনুজঙ্ঘাস্থি (ফিবুলা) প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। পায়ের দুই হাড় সংযুক্ত করতে সানচেজকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে।

ওই ঘটনা পর টুইটারে দুঃখ প্রকাশও করেছিলেন মার্সেলো। এক টুইট বার্তায় মার্সেলো লেখেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের সম্মুখীন হয়েছি। অনিচ্ছাকৃতভাবে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’ 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন