২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



কক্সবাজারে খাদ্য-বিশুদ্ধ পানির সংকট, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

তাফহীমুল আনাম, কক্সবাজার || ০৯ আগস্ট, ২০২৩, ০৩:৩৮ পিএম
কক্সবাজারে খাদ্য-বিশুদ্ধ পানির সংকট, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে পড়েছে জেলার ৬০ ইউনিয়নের পাঁচ লাখ বাসিন্দা। গরু, ছাগল, হাঁস-মুরগি ও আসবাবপত্র নিয়ে মহাসড়ক, বাঁধ, ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে পানিবন্দি জীবনযাপন করছেন তারা। বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ ব্যবস্থা।

 বন্যা পরিস্থিতিতে বুধবার (৯ আগস্ট) পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রামুতে পানিতে ডুবে এক শিশু, পেকুয়ায় সাপের কামড়ে এক ব্যবসায়ী, চকরিয়ার ফাঁসিয়াখালী ও সাহারবিলে পাহাড় ধস ও বন্যায় কিশোরীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার পাহাড়ধসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২ জন এবং চকরিয়ায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার কাকারা এলাকায় বানের পানিতে ঘর ডুবে যাওয়ায় গবাদিপশু ও পরিবারের সদস্য নিয়ে মহাসড়কে আশ্রয় নিয়েছেন অনেক মানুষ। 

লক্ষ্যারচর ইউনিয়নের মজিদা বেগম বলেন, ‘গেলো ৩ দিন ধরে রান্না করতে পারছি না। ঘরের ভেতর প্রায় কোমর পানি। খাটের ওপর কোনো রকমে বসবাস করছি। বাইরে থেকে শুকনো খাবার কিনে এনে খাচ্ছি। বিশুদ্ধ পানি নেই কোথাও।'

চকরিয়ার জেদ্দা বাজারের রাবেয়া বেগম (৫০) বলেন, ‘নলকূপগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছি না। কলাগাছের ভেলায় চড়ে চলাফেরা করছি।’

কাকারা গ্রামের পানিবন্দি কৃষক আলী হোসেন (৫৫) বলেন, বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। একদিকে পাহাড়ি ঢলের পানি, অন্যদিকে বৃষ্টি। এ অবস্থায় বাড়িঘর ছেড়ে মহাসড়কে আশ্রয় নিয়েছি। খাবার ও বিশুদ্ধ পানি সংকটে আছি।’

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, হাজার হাজার মানুষ অনাহারে আর পানি সংকটে থাকলেও কোনো কিছুই করতে পারছেন না তারা। পুরো চকরিয়া ও পেকুয়াবাসী এখন পানিবন্দি। যেদিকে তাকান, শুধু পানি আর পানি। মানুষ চরম দুর্ভোগে রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা পৌঁছায়নি। তাই দ্রুত খাদ্য ও বিশুদ্ধ পানির প্রয়োজন।

বানভাসিদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন বলছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে খাদ্য সহায়তা পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘বানের পানির কারণে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখন প্রতিটি এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছানো একটু সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরও ট্রলার ও স্পিডবোট যোগে সহায়তা পাঠানোর চেষ্টা চলছে। একই সঙ্গে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রান্না করা খাবার সরবরাহ করছেন। প্লাবিত এলাকায় এরই মধ্যে ৫৮ মেট্রিক টন চাল ও ৭ লাখ টাকা বিতরণ করেছে প্রশাসন।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) বিভীষণ কান্তি দাশ বলেন, ‘জেলার ৬০ ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৯ জনের। দুর্গত মানুষদের জন্য ২০৮ আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সেসব আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিচ্ছে।’

এডিসি আরও বলেন,বলেন, ‘চকরিয়া-পেকুয়ায় ৪৮ কিলোমিটার আঞ্চলিক সড়ক, উখিয়ায় তিন কিলোমিটার কাঁচা সড়ক এবং টেকনাফ মহাসড়কে আড়াই কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবর্ষণে দুর্গতদের এরই মধ্যে ৫৮ টন চাল এবং নগদ ৭ লাখ টাকা বিতরণ হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সব বিভাগ একসঙ্গে কাজ করছে।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন