২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



'বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা আমাদের দায়িত্ব'

কালিয়াকৈর সংবাদদাতা || ০৭ আগস্ট, ২০২৩, ১২:৩৮ পিএম
'বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা আমাদের দায়িত্ব'


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অপ্রাপ্তির যাতনার অবসান ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। তিনি বলেন, 'বঙ্গবন্ধুর জীবন দর্শনকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা আমাদের সকলের দায়িত্ব।'

সোমবার (৭ই আগষ্ট) গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবে  আয়োজিত subanitv.live-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ড. মুহাম্মদ বলেন, 'বাঙালি জাতির একটি ঠিকানা আছে, জাতীয় সংগীত আছে, পতাকা আছে, স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আছে। এসব কিছুর পেছনে যার অখণ্ড অবদান, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।' 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সঞ্চালনা করেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সহ-সভাপতি এম তুষারী, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন