২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



এবার নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে দর্শক বেড়েছে ৩০ শতাংশ

ক্রীড়া ডেস্ক || ০৫ আগস্ট, ২০২৩, ০৮:৩৮ এএম
এবার নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে দর্শক বেড়েছে ৩০ শতাংশ


২০১৯ সালের তুলনায় এবার নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে দর্শক উপস্থিতির সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ অনেকাংশেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বলেও উল্লেখ করেছে ফিফা। সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এর একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে প্রকাশিত ডাটা অনুযায়ী গ্রুপ পর্বের ৪৮ ম্যাচে এ পর্যন্ত ১২ লাখ ২২ হাজার ৮৩৯ সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। চার বছর আগে ফ্রান্সের গ্রুপ পর্বের ৪৮ ম্যাচের তুলনায় যা ২৯ শতাংশ বেশি। এবারের বিশ্বকাপে গড়ে প্রতিদিন ২৫ হাজারের কিছু বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। সাধারণত নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ায় বেশি দর্শকের উপস্থিতি লক্ষ করা গেছে। 

ডানেডিনে কোস্টা রিকার বিরুদ্ধে জাপানের ২-০ গোলের জয়ের ম্যাচটি দেখেছেন ৭ হাজারের কম মানুষ। এই ম্যাচটিতে সবচেয়ে বেশি আসন খালি পড়ে ছিল। 

এ পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রাথমিকভাবে ১.৩ মিলিন  টিকেট বিক্রয়ের লক্ষ্য ছিল, যা  গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে। 

ফিফা নারী ফুটবল প্রধান সারাই বারেমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী ফাইনাল পর্যন্ত ১.৯ মিলিয়ন ভক্ত স্টেডিয়ামের গেটে পা রাখবেন। টুর্নামেন্ট এখনো পর্যন্ত চমৎকার ভাবে এগিয়ে চলছে। অনেক দিক থেকেই যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে টেলিভিশন সম্প্রচারের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।’

নেদারল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যাচটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ টিভিতে উপভোগ করেছে। 

বারেমান জানিয়েছেন, এবারের বিশ্বকাপে এটাই প্রমাণিত হয়েছে, নারী ফুটবল অনেক দূর এগিয়েছে। শীর্ষ দেশগুলোর মধ্যে অনেকেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। গতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ রানারআপ জার্মানি, ইতালি, ব্রাজিল ও অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডা নক আউট পর্বে যেতে পারেনি। তাদের পরিবর্তে শেষ ষোলয় উঠেছে মরক্কো, নাইজেরিয়া, জ্যামাইকা ও দক্ষিণ আফ্রিকা। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন