০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৭

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || ২৬ জুলাই, ২০২৩, ১২:৩৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৭


ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডেঙ্গু রোগের ভয়াবহতা। ২৪ ঘণ্টায়  বুধবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৪০ জন। আক্রান্তদের মধ্যে ৭৩ জন সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ্ বলেন, ‘জেলায় এখন পর্যন্ত ১৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৬৭ জন সুস্থ হয়েছে ও ৭৩ জন রোগী সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।’ 

তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা বেশী। এছাড়াও আক্রান্ত রোগীদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিতে সদর হাসপাতালসহ  স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট  বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন