২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিতে দাম কমলো কাঁচা মরিচের

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৫ জুলাই, ২০২৩, ০৭:৩৭ এএম
হিলিতে দাম কমলো কাঁচা মরিচের


দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে দেশি কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতিকেজিতে দাম কমেছে ৫০ টাকা। আর খুচরা বাজারে ৪০ টাকা। মঙ্গলবার (১৮ জুলাই) প্রতিকেজি দেশি কাঁচা মরিচ পাইকারি বাজারে ১৮০ থেকে ১৯০ টাকা আর খুচরা বাজারে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) পাইকারি বাজারে ১৪০ থেকে ১৫০ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। 

হিলি বাজারে কথা হয় কাঁচা মরিচ ক্রেতা মো. সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘গত সপ্তাহের চেয়ে কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমেছে। গত সপ্তাহে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনি ৫০ টাকা দিয়ে। আর আজ কিনলাম ৪০ টাকা। আরও একটু কমলে ভালো হতো। ১০০ টাকার নিচে নামলে সব ধরনের ক্রেতাদের জন্য সুবিধা হতো। বেশি দামের কারণে অনেকে কাঁচা মরিচ কেনা ছেড়েই দিয়েছেন।’ 

হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা মো. মোকারম হোসেন বলেন, ‘কাঁচা পণ্যের বাজার যখন যে দাম যায় আমরা তার থেকে কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করি। কারণ অনেক সময় কাঁচা মরিচ পচে নষ্ট হয়ে যায়। আবার অবিক্রিত থাকায় ওজন কমে যায়।’ 

হিলি বাজারের পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব খাঁন বলেন, ‘কাঁচা পণ্যের দাম সম্পূর্ণ নির্ভর করে আমদানির ওপর। যখন আমদানি বেশি হয়, তখন দাম কম থাকে। আবার যখন আমদানি কম হয়, তখন দাম বেশি হয়।’ 

বিপ্লব খাঁন আরও বলেন, ‘এখন বাজারে একটু কাঁচা মরিচের আমদানি বেড়েছে। তাই দাম কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি কাঁচা মরিচ কৃষকদের কাছ থেকেই ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। আর বিক্রি করেছি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। আজ কৃষকদর কাছ থেকে ১৩০ টাকা কেজি দরে কিনে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ১৬০ টাকা কেজি দরে। তবে সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে।’ 

বুলু/এম



আরো পড়ুন