২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



কমছে কাঁচা মরিচের ঝাল, তবে ...

মোহাম্মদ তারেকুজ্জামান || ২২ জুলাই, ২০২৩, ০৩:৩৭ পিএম
কমছে কাঁচা মরিচের ঝাল, তবে ...


মাসখানেক ধরে লাগামহীন দেশের কাঁচা মরিচের বাজার। ক্রেতারা বলছেন, দাম ওঠানামার মধ্য দিয়ে চলছে মরিচের বেচাবিক্রি। তবে সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে। ৪০ টাকা কমে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৪০ টাকা দরে। কাঁচামরিচের দাম কমলেও বাজারগুলোতে অপরিবর্তিত রয়েছে আলু, বেগুন,পটলসহ অন্যান্য সবজির দাম। শনিবার (২২ জুলাই) কাওরান বাজার, শুক্রাবাদ মফিজ হাজীর কাঁচাবাজার, গুলশান-২ ও বাড্ডার বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। 

সরেজমিনে ঘুরে জানা গেছে, এদিন  প্রতিকেজি পটল বিক্রি হয়েছে ৫০ টাকা দরে। পেঁপে প্রতিকেজি ৪০ টাকা, দেশি পেঁয়াজ ৬০ টাকা থেকে ৭০ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ৫০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৭০ টাকা ও গোলবেগুন ৮০ টাকা,মিষ্টি কুমড়া ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পাতাকপি ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, কাকরল ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ১৪০-১৫০  টাকা ও টমেটো প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকা দরে।

রাজধানীর শুক্রাবাদ মফিজ হাজীর কাঁচাবাজারে বাজার করতে এসেছেন মোরসালিন। তিনি ঢাকা বিজনেসকে বলেন, ‘কাঁচা সবজির দাম আগের মতোই আছে। তবে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। এখনো যে দামে আছে সে দামে কাঁচামরিচ কেনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ।’

একই বাজারের সবজি বিক্রেতা মো. নাজমুল ঢাকা বিজনেস বলেন, ‘কাঁচা বাজারের দাম কখন কেমন থাকে তা বলা কঠিন। বাজারে এখন পর্যাপ্ত সবজি আছে। সবজির মৌসুম চলায় সরবরাহও স্বাভাবিক রয়েছে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে সবজির দাম কিছুটা কমে যাবে।’

এদিকে মাছের বাজারে দাম কিছুটা বাড়লেও মাংসের বাজার আগের মতো অপরিবর্তিত রয়েছে। এদিন গরুর মাংস কেজিপ্রতি বিক্রি হয়েছে ৭৮০ থেকে ৮০০ টাকা দরে, খাসির মাংস ১১০০ টাকা, বয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকা ও সোনালি মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা দরে । 

কাওরান বাজারের মুরগি বিক্রেতা ফরহাদ ঢাকা বিজনেসকে বলেন, ‘গতকালকে (২১ জুলাই) বয়লার মুরগি ১৬০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু এখন প্রতিকেজি বিক্রি করছি ১৬৫ থেকে ১৭০ টাকা দরে । সরবরাহ কিছুটা কমেছে যেকারণে দাম আজ  কিছু বেড়েছে।’

বাজারগুলোতে বড় রুই (২ থেকে ২.৫ কেজি ওজনের) ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, পাঙ্গাস  ২৫০ টাকা দরে, তেলাপিয়া আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে, সরপুঁটি ২৬০ টাকা, বাটা মাছ ৪০০ টাকা, ২ কেজি ওজনের বোয়াল  ৫০০ টাকা, আইড় মাছ প্রতিকেজি  ৭০০ থেকে ১০০০ টাকা দরে, ২ কেজি ওজনের ইলিশ ২৪০০ টাকা, এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ২০০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন