২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



অবশেষে টিভিতে দেখা যাবে এটিএম শামসুজ্জামানের শেষ ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক || ০১ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম
অবশেষে টিভিতে দেখা যাবে এটিএম শামসুজ্জামানের শেষ ধারাবাহিক


‘এবার জমবে খেলা’ নাটকটির শুটিং হয়েছিল ২০১৪ সালে গাজীপুরের পুবাইলের ভাদুন গ্রামে। নাটকে চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। নানাবিধ জটিলতায় আলোর মুখ দেখতে পারেনি নাটকটি। এরই মধ্যে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন এটিএম শামসুজ্জামান।    

নাটকের আরেক অভিনয় শিল্পী আরিফ আল মামুনও প্রয়াত হয়েছেন। তারা দেখে যেতে পারেননি টিভির পর্দায়। তবে দীর্ঘ ৮ বছর পর যেন সেই অপেক্ষার অবসান হলো। এবার টেলিভিশনের পর্দায় আসছে নাটকটি। নাটকটি প্রচার হবে আজ (১ জানুয়ারি) থেকে। ২৬ পর্বের মেগা ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সঞ্জয় রাজ ও শামীম আল জাবের।

ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—প্রয়াত এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, আহসানুল হক মিনু, শাহেদ শরিফ খান, আহসান হাবীব নাসিম, রুনা খান, মুক্তি, অহনা, সাঈদ বাবু, শেলী আহসান, সায়েকা জামান, শিরিন আলম, সফিক খান দিলু, আশরাফ কবির, প্রয়াত আরিফ আল মামুন, সালাহ উদ্দিন মাহমুদ প্রমুখ।

ধারাবাহিক সম্পর্কে পরিচালক শামীম আল জাবের বলেন, ‘‘নানাবিধ জটিলতা কাটিয়ে নাটকটি প্রচার হতে যাচ্ছে। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মাসুদ আলম। সপ্তাহে ৫ দিন রোববার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে ‘এবার জমবে খেলা’। নাটকটির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নকুল কুমার বিশ্বাস।’’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন