২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ইতালিতে রিভেরা ইতাল-বাংলা পরিষদের ঈদ পুনর্মিলনী

ইতালি করেসপন্ডেন্ট || ১২ জুলাই, ২০২৩, ০৬:৩৭ এএম
ইতালিতে রিভেরা ইতাল-বাংলা পরিষদের ঈদ পুনর্মিলনী


ইতালির এস্রা শহরে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন রিভেরা ইতাল বাংলা পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গ্রিল পার্টি হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কালাম খান, তপন সরকার, দাদন আহাম্মদ, শিপন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৌরভ আহাম্মেদ, সাধারণ সম্পাদক  জাকির শেখসহ সংগঠনের নেতারা।


একদল যুবসমাজ নতুন উদ্যমে প্রবাসী বাংলাদেশিদের সেবা দানের লক্ষ্যে রিভেরা ইতাল বাংলা পরিষদ গঠন করে। তারা ইতোমধ্যে  বাংলাদেশ থেকে আগত নতুন প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতালিয়ান ভাষার কোর্স চালু করেছে। সংগঠনটি একটি বাংলা স্কুল চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ভেনেতো বিভাগের বিভিন্ন শহরে বসবাসরত প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও শিশু এই ঈদ পুনর্মিলনী ও গ্রিল পার্টিতে অংশগ্রহণ করেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন