২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রত্যাশা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক || ০৮ জুলাই, ২০২৩, ০৬:৩৭ এএম
কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রত্যাশা এরদোগানের


কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ ১৭ জুলাইয়ের পর আরও বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান। শনিবার (৮ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ইস্তাম্বুলে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।  

সংবাদ সংস্থা তাসের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।  

এরদোগান বলেন, ‘আমরা গত বছর ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সেখানে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহ করিডোর চুক্তি বিষয়ে ঐক্যমত হয়েছিল। আর এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনীয় ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য শস্য পাঠানো হয়। আমরা চাই শস্য চুক্তি মেয়াদ বাড়ানো হোক।’

প্রেসিডেন্ট বলেন, ‌‘আশা করছি কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প পদক্ষেপ হবে আরও দুই বছরের জন্য এটি বলবৎ রাখা।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন