১৭ জুন ২০২৪, সোমবার



দাম বেড়েছে ডিমের, অসন্তোষ বেড়েছে ক্রেতাদের

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১০ মে, ২০২৪, ১১:০৫ এএম
দাম বেড়েছে ডিমের, অসন্তোষ বেড়েছে ক্রেতাদের


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে প্রতিহালি (৪ টি) ডিমের দাম বেড়েছে ৮ টাকা করে।  ৪০ টাকা হালি দরের ডিম শুক্রবার (১০ মে) বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। অর্থাৎ প্রতিপিস ডিমের দাম বেড়েছে ২ টাকা। এতে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।  বিক্রেতারা বলছেন, মোকামে  প্রতি ৩০টি ডিমের দাম বেড়েছে ২০ টাকা করে। আগে মোকামে ছিল ২৯০ থেকে ৩০০ টাকা, এখন মোকামেই কিনতে হচ্ছে ৩১০ থেকে ৩২০  টাকায়।  এরসঙ্গে আছে পরিবহন খরচসহ অন্যান্য খরচ। এ কারণে ডিমের দাম বেড়েছে। 

শুক্রবার (১০ মে) হিলিবাজারে ডিম কিনতে  এসেছেন মো. সাব্বির হোসেন।  তিনি বলেন, ‘আমি পরিবারের জন্য প্রতি সপ্তাহে ৩০টি করে ডিম কিনি। গেলো শুক্রবার (৩ মে) ৩০টি ডিম কিনি ৩২০ টাকায়। আর আজ কিনতে হলো ৩৪০ টাকায়। প্রতি ৩০টি ডিমের দাম ২০ টাকা বেড়েছে।’

আরেক ক্রেতা মো. জমির উদ্দিন বলেন, ‘বাজারে এসেছি ডিম কিনতে। গত সপ্তাহে প্রতিহালি ডিম কিনেছি ৪৪ টাকা করে। আর আজ কিনতে হলো ৪৮ টাকায়।’

জমির উদ্দিন আরও বলেন, ‘আমরা যারা মধ্যবিত্ত আয়ের মানুষ ডিম দিয়ে আমিষের চাহিদা মেটানোর চেষ্টা করি। সেই ডিমের দাম প্রতিপিসে ২ টাকা করে বেড়েছে। তাই আমাদের পক্ষে নিরামিষ ছাড়া আর উপায় নেই। মাছ কিনতে যাবো মাছের দাম বেশি। ২০০ টাকা কেজির নিচে কোনো মাছ বাজারে মিলছে না।’ 

পাইকারি ডিম বিক্রেতা মো. সিদ্দিক হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমাদের কী করার আছে বলুন?  আমরা রংপুর মোকাম থেকে পাইকারি ডিম নিয়ে এসে হিলিতে বিক্রি করি। এক সপ্তাহ আগেই মোকামে প্রতিপাতা (৩০টি) ডিমের দাম ছিল ২৯০ থেকে ৩০০ টাকা। আর এখন মোকামে কিনতেই পড়ছে ৩১০ থেকে ৩২০ টাকা। তারসঙ্গে আছে নিজের খরচ, লেবার খরচ, পরিবহন খরচ। সবমিলিয়ে ৩৩০ টাকা পাতা পড়ে যায়। আর বিক্রি করছি ৩৪০ টাকা পাতা দরে। মোকামে দাম কমে এলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো।’

ঢাকা বিজনেস/এনই/ 




আরো পড়ুন