ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গম ও সরিষা উৎপাদন বাড়ানোর আভাস সংশোধন করেছে ইউরোপিয়ান কমিশন। সম্প্রতি ইউরোপিয়ান কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। শুক্রবার (২ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান খাদ্যশস্য গম। ২০২৩-২৪ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ১৫ লাখ মেট্রিক টন। ২০২২ সালে উৎপাদন ছিল ১২ কোটি ৫৭ লাখ মেট্রিক টন।
ইউরোপীয় অঞ্চলে বেশি উৎপাদিত তেলজাতপণ্যের মধ্যে রয়েছে সরিষা। ২০২৩-২৪ মৌসুমে তেলজাত পণ্যটির উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২ লাখ মেট্রিক টন। যা একমাস আগের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এপ্রিলে বলা হয়েছিল সরিষা উৎপাদন করা হবে ২ কোটি মেট্রিক টন। এর আগের, (২০২২-২৩) মৌসুমে সরিষা চাষ হয়েছে ১ কোটি ৯৫ লাখ মেট্রিক টন।
বিপরীতে বার্লি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ কোটি ২০ লাখ টনে। সংশোধিত লক্ষ্যমাত্রার আগে নির্ধারণ করা হয়েছিল ৫ কোটি ২২ লাখ মেট্রিক টন।
ঢাকা বিজনেস/এনই/