২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সিনেমায় ফিরছেন অ্যাম্বার হার্ড

বিনোদন ডেস্ক || ০৪ জুলাই, ২০২৩, ০২:৩৭ এএম
সিনেমায় ফিরছেন অ্যাম্বার হার্ড


হলিউড তারকা অ্যাম্বার হার্ড। প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে মানহানি মামলার বিচার নিষ্পত্তির পর থেকেই আড়ালে ছিলেন এই তারকা। অবশেষে ফিরছেন তিনি। দীর্ঘদিন পর নিজের ‘ইন দ্য ফায়ার’ সিনেমা নিয়ে সামনে আসলেন। 

ইনস্টাগ্রামে ভক্তদের ধন্যবাদ জানাতে নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। অ্যাম্বার হার্ড লিখেছেন, ‘আমার সর্বশেষ সিনেমা ইন দ্য ফায়ারের জন্য তাওরমিনা চলচ্চিত্র উৎসবে এমন একটি অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাদের ধন্যবাদ। এটি একটি অবিস্মরণীয় সপ্তাহ ছিল।’ ২০২২ সালের ১৯ ডিসেম্বরের পর এটিই অ্যাম্বার হার্ডের প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট।

জনি-অ্যাম্বার ২০১৫ সালে তাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের মে মাসে অ্যাম্বার জনির কাছ থেকে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন এবং তার বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পান। তিনি বলেছিলেন, জনি তাদের সম্পর্কের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। জনি এটি প্রায়ই করত, যখন নেশায় থাকত। বহুল আলোচিত এই মানহানি মামলায় অ্যাম্বার হার্ডকে দোষী করে রায় দেন আদালত।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন