রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলাবন্দরে ভিড়েছে এমভি লিবার্টি হারভেস্ট নামের একটি বিদেশি জাহাজ। রোববার (২ জুলাই) দুপুর ১২টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি নোঙ্গর করে। মোংলাবন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৩ মে মোংলাবন্দরের উদ্দেশে রাশিয়া ছেড়ে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক বিপ্লব খান জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৩ মে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি লিবার্টি হারভেস্ট। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মোংলার ৭ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী জাহাজটি ভিড়েছে। জাহাজটি বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে আসে। জাহাজ থেকে এসব পণ্য খালাসের কাজ চলছে।
বিপ্লব খান আরও জানান, খালাসকরা পণ্য বন্দর জেটির শেডে রাখা হবে। জাহাজের সব পণ্য খালাসে সময় লাগবে তিন দিন। এরপর জেটির শেডে ডাম্পিং করা এসব পণ্য সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
ঢাকা বিজনেস/বাপ্পা/এনই