২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

ব্রিকসের বিরোধিতাই প্রমাণ করে বিএনপি দেশের উন্নয়নবিরোধী: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ০১ জুলাই, ২০২৩, ১২:৩৭ পিএম
ব্রিকসের বিরোধিতাই প্রমাণ করে বিএনপি দেশের উন্নয়নবিরোধী: তথ্যমন্ত্রী


ব্রিকস জোটে বাংলাদেশের যোগ দেওয়ার উদ্যোগকে বিএনপি ‘সুবিধাবাদী পদক্ষেপ’ বলায় দলটির কঠোর সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ । তিনি বলেন, ‘‘শীর্ষ উদীয়মান অর্থনীতির দেশগুলোর 'ব্রিকস' জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিরোধিতা করে বিএনপি প্রমাণ করেছে যে তারা দেশের উন্নয়ন-অগ্রগতিরও বিরোধী।’’ শনিবার (১ জুলাই) দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেনস্থ নিজ বাসভবনে স্থানীয় সুধীজনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে  তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, শুক্রবার (৩০ জুন)  একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদান আমাদের জন্য শুভকর নয়।’ 

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘‘ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকার জোট 'ব্রিকসে'র উদীয়মান অর্থনীতির শক্তিকে সবাই সমীহ করে। বাংলাদেশ এতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তা নয়, উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশকে তারা ব্রিকসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।’’

তথ্যমন্ত্রী বলেন, ‘এটি বাংলাদেশের জন্য মর্যাদার, সম্মানের এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এখন উদীয়মান অর্থনীতির দেশ, সেটির স্বীকৃতি। সেখানে যোগ দিলে বাংলাদেশের বহুমাত্রিক সুবিধা হবে। কিন্তু মির্জা ফখরুল সাহেবরা তা চান না।’

সাংবাদিকরা বিএনপি মহাসচিবের আরেক মন্তব্য ‘গত একবছর ধরে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত নয়’, এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের এ বক্তব্য রেকর্ডেড এবং তারা যে আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত  ছিলেন, সেটি তার বক্তব্যের মাধ্যমেই স্বীকার করে নিয়েছেন।’ 

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘একবছর ধরে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, সেটিও ঠিক।’ তিনি আরও বলেন,  ‘আপনারা দেখেছেন, গত কয়েক মাসে তারা বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, গাড়ি-ঘোড়া ভাঙচুর করেছে, বাসে আগুন দিয়েছে। চট্টগ্রামের জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরালসহ ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত ছবি ভাঙচুর করেছে। অর্থাৎ তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেই আছেন।’ 

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন