প্রায় ২০ দিন বন্ধ থাকার পর পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে। রোববার (২৫ জুন) সকালে বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্টাট আপ করা হয়।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানান, বিকাল ৪টায় কারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো দেশ।
বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ৩টায় ইন্দোনেশিয়া এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওইদিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে আসে। গতরাতে কয়লা খালাস শেষ হয়। এ বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট মিলে উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।
ঢাকা বিজনেস/এইচ