যে দেশ যত বেশি উন্নত সে দেশে কারিগরি শিক্ষার হার তত বেশি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কারিগরি শিক্ষা নিয়ে সমাজে এক ধরনের সামাজিক ট্যাবু আছে, সেটা দূর করতে হবে। শনিবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের প্রতিবছর লাখ-লাখ অনার্স-মাস্টার্স গ্রাজুয়েট তৈরি করছি। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। যারা ট্রেড কোর্সে পড়ালেখা করেছেন তারা অনেক আগেই কর্মজীবনে চলে যাচ্ছে। কারিগরি শিক্ষার্থীরা অনেক বেশি ভালো রোজগার করে।’
ডা. দীপু মনি বলেন, ‘ কেউ যদি ট্রেড কোর্সে থেকে অন্য শিক্ষায় যাবে, সেই যাওয়ার পথ আমরা খুলে দিয়েছি। এই ব্যবস্থা আগে ছিল না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তারা আগে শুধু ডুয়েটে বিএসসি করতে পারতো, এখন তারা যাতে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।’
অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, সন্তানকে মানসিকভাবে চাপ দেবেন না। সন্তানের মানসিক স্বাস্থ্য অনেক অনেক জরুরি। আমরা বাচ্চাদের আত্মবিশ্বাস, আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছি। বাচ্চাদের জীবনের শুরুতে মানসিকভাবে ভেঙে দিচ্ছি। আমাদেরকে ওদের নিয়ে ভাবতে হবে।
ঢাকা বিজনেস/এমএ