টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাজে ব্যস্ত সময় পার করেন বছরজুড়েই। বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। তবে, মেহজাবীন মানেই যেন রোমান্টিক গল্প ও মিষ্টি প্রেমের নাটক। গেলো কয়েক বছর এমনটাই দেখে এসেছেন দর্শক।
ইদানিং নাটকে অভিনয় থেকে দূরে আছেন তিনি। কারণ হিসেবে মেহজাবীন জানালেন, যে ধরনের চরিত্র করতে চান সে রকম পাচ্ছেন না। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।
কেন তিনি নাটকে নেই? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ সময়ে এসে যে ধরনের চরিত্র করতে চাই, পাচ্ছি না। দুই বছর আগে যেসব চরিত্রে কাজ করেছি, ঘুরেফিরে সে রকমের কাজই আসে। এক যুগের বেশি সময় কাজ করে আসছি, এখন একটু চ্যালেঞ্জিং, একটু নতুনত্ব আছে- এমন কাজ করতে চাই আমি। সেটি রোমান্টিক, থ্রিল বা ফ্যান্টাসি হোক না কেন। তবে ওটিটিতে কিছু পাচ্ছি, সেখানে কিছু কাজ করছিও।'
তিনি আরও বলেন, 'নাটকে দর্শকের নতুন কিছু তো দেওয়ার সুযোগ পাচ্ছি না। দিতে না পারলে দর্শকও আমার কাজে একঘেয়ে হবেন। তারা বলবেন, মেহজাবীন ঘুরেফিরে একই রকমের কাজ করে। প্রায় এক বছর নাটকে কাজ করিনি। বসে থাকতে আমারও ভালো লাগে না। আমার প্রথম জায়গা অভিনয়। তা যেকোনো মাধ্যমেই পছন্দের চরিত্র, গল্পে কাজ করতে চাই। নাটকে সেভাবে পাচ্ছি না।'
প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্মেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহজাবীন। মুক্তির অপেক্ষায় আছে মেহজবীন অভিনীত ওয়েব সিরিজ ‘পুনর্জন্ম’-এর শেষ অধ্যায়। এটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, আবদুল্লাহ আল সেন্টু।
ঢাকা বিজনেস/এন/