২৬ জুন ২০২৪, বুধবার



লাইফ স্টাইল
প্রিন্ট

হাঁসের ডিম নাকি মুরগির ডিম

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ মে, ২০২৩, ০৩:০৫ পিএম
হাঁসের ডিম নাকি মুরগির ডিম


ছোট থেকে বয়সে বড়, সবার পছন্দের খাবারের তালিকায় থাকে। সুষম খাবারের মধ্যে অন্যতম ডিম। অনেকে তো ৩ বেলা খাবারেই ডিম খেতে চায়। সহজলভ্য খাবারের তালিকায়ও আছে ডিম। ডিম শরীরের জন্য যেমন উপকারী, তেমন সুস্বাদুও। ডিম দিয়ে অনেক রকম খাবারও তৈরি করা যায়।  

ডিমের উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি। তবে সঠিকভাবে সম্পূর্ণটা জানি না।  মুরগির ডিম বা হাঁসের ডিম; কোন ডিমে সবচেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে, সেই সম্পর্কেও আমরা সবাই জানি না। তাই আজ মুরগির ডিম ও হাঁসের ডিমের উপকারিতা সম্পর্কে জেনে নেবো। 

মুরগির ডিম

১. ১০০ গ্রাম মুরগির ডিমে থাকে ১৪৯ কিলো ক্যালোরি এনার্জি।

২. মুরগির ডিমে পাওয়া যায় ১৭৩ কিলো ক্যালোরি খাদ্যশক্তি। 

৩. মুরগির ডিমে ফ্যাট থাকে ১৩.৩ গ্রাম। 

৪. কার্বোহাইড্রেট ও মিনারেলের পরিমাণ সমান হলেও মুরগির ডিমে প্রোটিন কম। মুরগির ডিমে থাকে ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, পটাশিয়াম, সোডিয়াম, সেলেনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও আয়রন। 

৫. আকারে ছোট হওয়ায় ফ্যাট কম। 

৬. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ডি এবং আয়রন মুরগির ডিমে কম থাকে।  

হাঁসের ডিম 

১. ১০০ গ্রাম হাঁসের ডিম থেকে এনার্জি পাওয়া যায় ১৮৫ কিলো ক্যালোরি।

২. কার্বোহাইড্রেট ও মিনারেলের পরিমাণ সমান হলেও হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ থাকে বেশি। ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, পটাশিয়াম, সোডিয়াম, সেলেনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও আয়রন থাকে।

৩. প্রতি ১০০ গ্রাম হাঁসের ডিমে রয়েছে ১৮১ কিলো ক্যালোরি খাদ্যশক্তি। নিউট্রিশনে ভরপুর হাঁসের ডিম। 

৪. হাঁসের ডিমের ফ্যাট থাকে ১৩.৭ গ্রাম।

৫. আকারে বড় হয় হাঁসের ডিম। মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিম প্রায় ৫০ শতাংশ বড় হয়। এছাড়া ফ্যাটের পরিমাণও বেশি থাকে। 

৬. তবে হাসির ডিমের সাদা অংশে এলার্জি বেশি থাকে। কুসুমে থাকে না। তাই যাদের অ্যালার্জি আছে, তাদের হাঁসের ডিমের সাদা অংশ খেতে নিষেধ করা হয়।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন