২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার



জাবিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জাবি সংবাদদাতা || ২১ জুন, ২০২৩, ১২:৩৬ পিএম
জাবিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২১ জুন)দুপুরে  শিক্ষক ক্লাবের পুকুরে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসেরকর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০) ও ইসলামনগর এলাকার বাসিন্দা রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। তাদের মধ্যে, রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও মারুফ ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণির ছাত্র।

মেডিক্যাল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছিল।তার পরও তাদেরকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করি। কিন্তু তারা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘দুই শিশু পুকুরে ডুবে যাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মৃতদেহ দু’টি উদ্ধার করেন।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন