০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



মেসির গোলে আর্জেন্টিনার জয়

ক্রীড়া ডেস্ক || ১৫ জুন, ২০২৩, ০২:৩৬ পিএম
মেসির গোলে আর্জেন্টিনার জয়


বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া সঙ্গে নিজেদের তৃতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয়ের পর থেকে আবারও টানার জয়ের ধারা অব্যাহত রেখেছে মেসি বাহিনী।

ম্যাচ শুরু দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এনজো ফার্নান্দেজ থেকে পাওয়া বলটি অস্ট্রেলিয়ার জালে জড়ান মেসি। প্রথমআর্ধে আর কোনো গোল করতে না পারায় ১-০ গোলে এগিয়ে  থেকে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

দ্বিতীয়ার্ধের গোল শোধে মরিয়া অস্ট্রেলিয়া। একের পর এক শট নিতে থাকেন তারা। তবে ৬৮ মিনিটে জার্মান পেজেলার গোলে ব্যবধান দিগুণ করে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা।

দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল কাতার বিশ্বকাপে। শেষ ষোলোর সেই ম্যাচে ২-১ গোলে অজিদের পরাজিত করেছিল আলবিসেলেস্তারা। তিনটি গোলই করেছে আকাশী-নীলরা। মেসি-হুলিয়ান আলভারাজের গোলের বিপরীতে আত্মঘাতী গোল করেছিলেন এনজো ফার্নান্দেজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে আটবার খেলতে নামে আর্জেন্টিনা। যেখানে ছয়বারই জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। ড্র ও হার একটি করে। আর শেষ ৪৫ আর্ন্তজাতিক ম্যাচে মাত্র একবারই হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন