২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



একসঙ্গে পর্দায় মনোজ-কেয়া-জোভান

বিনোদন ডেস্ক || ১২ জুন, ২০২৩, ০৩:৩৬ এএম
একসঙ্গে পর্দায় মনোজ-কেয়া-জোভান


পর্দায় বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছিল কেয়া-জোভানকে। ‘সুইট কিস’ নাটকে অভিনয় করে সম্প্রতি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন এই জুটি। এবার নতুন এক নাটকে ফের জুটি বাঁধতে চলেছেন তারা, সঙ্গে যোগ দিয়েছেন মনোজ প্রামাণিক। 

ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ এ নাটকের নাম ‘নিজের খেয়াল রেখো’। একটি ত্রিভুজ প্রেমের গল্পের নাটক এটি। এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘মনোজদা, জোভান ভাই দুজনই অভিনয়ে দুর্দান্ত। যে কারণে দুজনের সঙ্গে এই নাটকে অভিনয় করাটাও ছিল দারুণ উপভোগ্য। আমি খুব আশাবাদী নিজের খেয়াল রেখো নাটকটি নিয়ে।’

আগামী ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে জোভান ও কেয়া জুটি ‘গুড বয়’ নামের একটি নাটকেও শুটিং করেছেন। এই নাটকটির গল্পও চমৎকার বলে জানান কেয়া পায়েল। তবে ‘গুড বয়’ নাটকটির গল্প জোভানকে কেন্দ্র করেই এগিয়ে গেছে।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন