ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন শিরোনামে। এবার বেশ আলোচনার জন্ম দিয়ে ঘোষণা দিয়েছেন ‘লাল শাড়ি’ সিনেমাটির।
এ সিনেমা দিয়ে প্রথমবার প্রযোজনায় এসেছেন এই নায়িকা। সেই সঙ্গে প্রথমবার সাইমন সাদিকের সঙ্গে জুটিও হয়েছেন এর মাধ্যমে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষা। এই অপেক্ষা অবশ্য চলছে অনেক দিন ধরেই। শোনা গিয়েছিল গেলো রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে। সেটি হয়নি। এরপর কোরবানি ঈদকে ঘিরে গুঞ্জন চলছে।
তবে আশার আলো দেখতে যাচ্ছে সিনেমাটি। অপু বলেন, ‘প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য যেমন হয়েছিল, প্রথম প্রযোজিত সিনেমার জন্যও একই অনুভূতি হচ্ছে। এই সিনেমার প্রকাশিত প্রথম গান ‘রঙে রঙে’ দর্শক-শ্রোতা খুবই পছন্দ করেছে। আমার বিশ্বাস, তারা সিনেমাটাও পছন্দ করবেন।’
ঈদের সিনেমার প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন, ‘ঈদে কমার্শিয়াল সিনেমা বলতে যা বোঝায় তা শুধু শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’-ই মুক্তি পেতে যাচ্ছে। বাকি আর কী কী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। যে কারণে আমি আগামী সপ্তাহের শুরুতেই আমার প্রযোজিত লাল শাড়ি সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেব। যদি ঠিকঠাকভাবে সেন্সর ছাড়পত্র পেয়ে যাই, তাহলে আগামী ঈদেই মুক্তি পাবে লাল শাড়ি। আমি সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। আমার সঙ্গে যারা ছিলেন তারাও আমার পাশে আছেন, আমাকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। যে কারণে আমি আরও আশাবাদী হয়ে উঠেছি। বাকিটা দেখা যাবে। তবে সবার দোয়া চাই, আশীর্বাদ চাই যেন লাল শাড়িকে ঘিরে আমার স্বপ্ন পূরণ হয়।’
এই সিনেমায় সাইমন-অপু ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দোয়েল প্রমুখ।
ঢাকা বিজনেস/এন/