২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



২০ দিনের মধ্যেই বিদ্যুতের সমাধান: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ০৮ জুন, ২০২৩, ০৯:৩৬ এএম
২০ দিনের মধ্যেই বিদ্যুতের সমাধান: তথ্যমন্ত্রী


বিদ্যুৎ-সমস্যার সমাধান শিগগিরই হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ সমস্যা আগামী ১৫-২০ দিনের মধ্যে সমাধান হচ্ছে।’ বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন হলে আয়োজতি এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে বিদ্যুৎ কেন্দ্র হয়নি। তারা বরং বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিয়েছেন। আর আওয়ামী লীগের সময়ে বিদ্যুৎ কেন্দ্র সৃষ্টি হয়েছে। এই বিএনপির সময়ে ৪০ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় ছিল। এখন শতভাগ। এখন ১৮ থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুত সরবরাহের সক্ষমতা সরকারের আছে।’

বর্তমানে মানুষের জীবনাচার পাল্টেছে  জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষের এখন রুচিরোধের পরিবর্তন হয়েছে। সবার বাড়িতেই বিদ্যুৎ। তাই এখন বিদ্যুৎ ছাড়া মানুষ চলতে পারে না। এখন মানুষ রান্নাও করে বিদ্যুৎ দিয়ে। দেশে প্রতিদিন সাড়ে ১৫ কোটি ফোন চার্জ দেয় মানুষ। এই বিদ্যুতেই চলে অটোবাইকগুলো। বিদ্যুতের ব্যবহার বাড়ছেই।’ 

এর আগে বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে সরকার, আওয়ামী লীগ এমনকি ১৪ দলের মধ্যেও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন হাছান মাহমুদ।  তিনি বলেন, ‘আমির হোসেন আমু আমাদের দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা। তিনি যে বক্ত্যবটি দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য।’

নির্বাচনকালীন সরকার প্রশ্নে ড. হাছান বলেন, ‘অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার আসার কোনো পথ নেই। আর বিএনপি নিরপেক্ষ সরকার বলতে কী বোঝাতে চায়, সেটা আগে পরিষ্কার হওয়া দরকার।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন