২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

স্টাফ রিপোর্টার || ০৮ জুন, ২০২৩, ০৮:৩৬ এএম
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট


এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। বৃহস্পতিবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এই সংক্রান্ত রুটিন প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছর এইচএসসিতে প্রতিটি পত্রে পরীক্ষার্থীদের ৩ ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। সকালের পরীক্ষা শুরু হবে বেলা ১০টায়। লিখিত পরীক্ষায় শেষ হবে দুপুর ১টায়। আর দুপুরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

 ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন