২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



হিলির মাঠজুড়ে সরিষার সমারোহ

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:১০ পিএম
হিলির মাঠজুড়ে সরিষার সমারোহ


দিনাজপুরের হিলিতে সরিষার আবাদ বেড়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার সমারোহ। কৃষকরা জানান, অন্যান্য ফসলের চেয়ে সরিষার আবাদে তুলনামূলক খরচ কম। তাই সরিষার আবাদে আগ্রহী হয়ে উঠেছেন তারা। কৃষি বিভাগ বলছে, কৃষকদের সরিষা আবাদে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে, কৃষকসহ কৃষি বিভাগের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। 

উপজেলার বৈগ্রামের কৃষক গোলাম রব্বানী বলেন, ‘কিছুদিন আগে আমন ধান কাটা শেষ হয়েছে। মাড়াইও শেষ। কিছুদিন জমিতো পড়ে থাকবে। তাই এই সময়টাই একবিঘা ( ৩৩ শতক) সরিষা আবাদ করেছি। সরিষা তোলার পর ওই জমিতেই আবার ইরি-বোরো আবাদ করবো।’ 

মুহাড়াপাড়া গ্রামের কৃষক মো. মিলন মিয়া বলেন, ‘আমার ১০ শতক উঁচু জমি অনাবাদি পড়ে থাকে। এবার ভোজ্য তেলের দাম বাড়ার কারণে ওই জমিতে সরিষার আবাদ করেছি। এখন পর্যন্ত ফলন ভালো আছে। সরিষা আবাদে অন্যান্য ফসল আবাদের চেয়ে ঝুঁকিও কম। বীজ ও সার কৃষি বিভাগ থেকে বিনামূলে সরবরাহ করেছে। আমাকে শুধু নিয়মিত সেচ দিতে হচ্ছে। আশা করছি কোনো প্রকার রোগ বালাই দেখা না দিলে আশানুরূপ ফলন হবে।’ এ ছাড়াও একই রকম কথা বলছেন উপজেলার অন্যান্য এলাকার সরিষা চাষিরা। 

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা ঢাকা বিজনেসকে বলেন, ‘হাকিমপুর উপজেলার ১টি পৌরসভাসহ ৩টি ইউনিয়নে এবার ২৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি কৃষকদের সরিষা আবাদে উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সরবরাহ করা হয়েছে। ফলন যাতে ভালো হয় সেজন্য কৃষি বিভাগ কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে।’ 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন