২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন শান্ত

ক্রীড়া ডেস্ক || ০৬ জুন, ২০২৩, ১২:৩৬ পিএম
আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন শান্ত


আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটা হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার(৬ জুন) দুপুরে আইসিসি এক বিবৃতিতে এতথ্য জানা গেছে।

শান্তর সঙ্গে মে মাসের সেরার খেলোয়ারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আয়ারল‌্যান্ডের ব‌্যাটসম‌্যান হ্যারি টেক্টর। নারী বিভাগে মনোনয়ন পাওয়া তিনজন হলেন শ্রীলঙ্কার চামারি আত্তাপাত্তু, হারশিথা মাধাবি ও থাইল‌্যান্ডের থিপচাতা পুত্তাওয়াং।

আয়ারল্যান্ড সিরিজে শান্ত ছিলেন দুর্দান্ত। তিনটি ম্যাচেই রাখেন অবদান। প্রথম ম্যাচেই ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে মাত্র ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই ইনিংসে করেন ৯৩ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৭ রান।

তৃতীয় ম্যাচেও অসাধারণ খেলেন শান্ত। ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ১০ রান খরচায় এক উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার নেওয়া উইকেটের কারণেই পাঁচ রানের জয় পায় বাংলাদেশ। সিরিজেরও সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন