২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



আড়াই মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

আনোয়ার হোসেন বুলু. হিলি (দিনাজপুর) || ০৫ জুন, ২০২৩, ০১:৩৬ পিএম
আড়াই মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু


ইমপোর্ট পারিমট (আইপি) পাওয়ায় দীর্ঘ আড়াই মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মেসার্স এন আলম ট্রেডার্স নামের একটি আমদানিকাক প্রতিষ্ঠান ২টি ভারতীয় ট্রাকে ৪০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে আসে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সোহরাব হোসেন বলেন, ‘আজ (সোমবার) বিকেল সাড়ে ৫ টার পরে পেঁয়াজ বোঝাই ভারতীয় দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে।’

আমদানিকারক মেসার্স এন আলম টের্ডাসের মালিক নাজমুল ইসলাম বলেন, ‘আমার ৫ ট্রাকে ২০০ মেট্রিক টন পেঁয়াজ সীমান্তের ওপারে লোড করা আছে। বাকি পেঁয়াজ আগামীকাল  আসবে।’

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, ‘গত ১৫ মার্চ থেকে

আইপি বন্ধ থাকায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। আড়াই মাস পর আজ পেঁয়াজের প্রথম চালান হিলি বন্দর দিয়ে দেশে এলো।’

উল্লেখ্য, এরআগে, গত ৯ মে মেসার্স মিড লাইফ প্যাকেজিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান

প্রতিষ্ঠান শিল্প কাজে ব্যবহারের জন্য হিলি বন্দর দিয়ে ২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল। 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন