১৮ মে ২০২৪, শনিবার



সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

স্টাফ রিপোর্টার || ০৪ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি


পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী সোমবার (০৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে । রোববার (৪ জুন) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়।

গত বেশ কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা বিরাজ করছে। রাজধানীর বাজারে এখন  কেজিপ্রতি  দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা দরে। যার ফলে সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।  দাম নিয়ন্ত্রণে ভোক্তারা বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন