কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত ইকবাল হোসেনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ সিফাত জানান, ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছেন। সকালে সবাইকে সঙ্গে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তাফহীমুল/এম