শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দরজায় কড়া নাড়ছে বিপিএল-আইপএল। চলতি শীতের মৌসুমটাই যেন খেলাভক্তদের দখলে। এদিকে, আজ (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রেন্টফোর্ড ও টটেনহামের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। এ ছাড়াও রয়েছে বেশ কিছু জনপ্রিয় খেলা। ব্যস্ত জীবনকে একটু বিনোদন দিতে দেখতে পারেন আপনার প্রিয় খেলাটি।
এদিকে, ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’-এর ফাইনালে কিরগিজস্তানের বিপরীতে আজ বেলা ২টায় মাঠে নামবে বাংলাদেশ। সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও নেপাল। টিকিটধারীরা স্টেডিয়ামে গিয়ে খেলাটি দেখবেন।
এক নজরে দেখে নিন আজকের খেলার সূচি।
মেলবোর্ন টেস্ট-প্রথম দিন
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ভোর ৫টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
করাচি টেস্ট-প্রথম দিন
পাকিস্তান-নিউজিল্যান্ড বেলা ১১টা, পিটিভি স্পোর্টস ও সনি স্পোর্টস টেন ৫
বিসিএল
মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি লাইভ
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল সকাল ৯টা, ইউটিউব/বিসিবি লাইভ
বিগ ব্যাশ লিগ
সিক্সার্স-স্টার্স
দুপুর ১টা ৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২
স্করচার্স-স্ট্রাইকারস বিকেল ৪টা ১৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড-টটেনহাম সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
এভারটন-উলভারহাম্পটন রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লেস্টার সিটি-নিউক্যাসল রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
অ্যাস্টন ভিলা-লিভারপুল রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
আর্সেনাল-ওয়েস্ট হাম রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ইন্ডিয়ান সুপার লিগ
কেরালা-ওড়িশা
রাত ৮টা, স্টার স্পোর্টস ১
এ ছাড়াও সশরীরে গিয়ে দেখবেন টিকিটধারীরা
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২
বাংলাদেশ-কিরগিজস্তান, ফাইনাল, বেলা ২টায়, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।
ঢাকা বিজনেস/এম