২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



‘টার্মিনেটর’ চরিত্র থেকে অবসরে শোয়ার্জনেগার

বিনোদন ডেস্ক || ২১ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
‘টার্মিনেটর’ চরিত্র থেকে অবসরে শোয়ার্জনেগার


হলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। তার জনপ্রিয় অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’। কিন্তু, এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। হলিউড ভিত্তিক বেশকিছু গণমাধ্যমে সাক্ষাৎকারে এই চরিত্র থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।  

সম্প্রতি হলিউডের জনপ্রিয় পত্রিকা হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে আর্নল্ড বলেন, ‘চরিত্রটি আমার জন্য যেমন আবেগের, তেমন আমার ভক্তদের জন্যও ছিল ভালোবাসার। এই ফ্র্যাঞ্চাইজি সামনে হয়তো আরও বানানো হবে। কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে। এখানে আমাকে আর দেখা যাবে না। এই সিদ্ধান্ত একান্তই আমার। কারণ আমি নিশ্চিত হতে পেরেছি যে, বিশ্ব এখন অনেক আধুনিক। দর্শক এখন নতুন থিমের টার্মিনেটর চায়। তাই পুরনো টার্মিনেটরকে ভুলে নতুন আইডিয়া নিয়ে কাউকে এগিয়ে আসতে হবে।’

১৯৮৪ সালে পরিচালক জেমস ক্যামেরনের হাত ধরে শুরু হয়েছিলো বৈজ্ঞানিক-কল্পকাহিনী-ভিত্তিক অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’-এর যাত্রা। এরপর ছবিটি কাঁপিয়েছিলো বক্স অফিস। ‘টার্মিনেটর’-এর মাধ্যমে শোয়ার্জনেগার লাভ করেন মহাতারকার খ্যাতি।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন