২৯ জুন ২০২৪, শনিবার



চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী দুষণমুক্ত রাখতে শুরু পরিচ্ছন্ন কার্যক্রম

চুয়াডাঙ্গা প্রতিনিধি || ২০ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী দুষণমুক্ত রাখতে শুরু পরিচ্ছন্ন কার্যক্রম


চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী দখল-দুষণমুক্ত রাখতে পুলিশ পার্ক থেকে বড় বাজার পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২০ মে) বিকালে জেলার বৃক্ষরোপন ও নদীর কচুরিপানা অপসারণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে জেলা প্রশাসন,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন ও চুয়াডাঙ্গা পৌরসভা।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন,‘মাথাভাঙ্গা নদী চুয়াডাঙ্গা শহর ও জেলার প্রাণ। এই নদীর সঙ্গে এ জেলার মানুষের জীবন ও জীবিকার সম্পর্ক। কিন্তু আমরা এই নদীকে প্রতিনিয়ত দুষণ এবং দখলের শিকার হতে দেখছি। তাই মাথাভাঙ্গা নদী বাঁচাতে ও এই নদীকে দুষণ দখলমুক্ত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলছি।’

তিনি আরও বলেন, ‘এই নদী দুষণমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নদীর পানি গৃহস্থলির কাজে ব্যবহার উপযোগী করে তুলতে হবে। এই আন্দোলন কারো একার পক্ষে সফল করা সম্ভব হবে না। তাই আসুন মাথাভাঙ্গা নদী সংরক্ষণে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।’

ঢাকা বিজনেস/এমএ




আরো পড়ুন