২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে চায় জি-৭ জোটের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক || ১৯ মে, ২০২৩, ০৮:৩৫ এএম
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে চায় জি-৭ জোটের নেতারা


বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের নেতারা মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়েছেন। শুক্রবার (১৯ মে) জাপানের হিরোশিমায় আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন জোটটির নেতারা। বিবৃতিতে তারা রাশিয়ার অবৈধ, অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জি-৭ শীর্ষক নেতাদের বিবৃতির বরাতদিয়ে রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ‘তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবৈধ অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, নেতারা মস্কোর উপর আরও নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়েছেন। তারা বলেছেন ‘যতদিন সময় লাগে ইউক্রেনকে যে আর্থিক, মানবিক, সামরিক ও কূটনৈতিক সহায়তার প্রয়োজন আমরা প্রদান করার জন্য আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা রাশিয়া ও যারা এই যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করছে তাদের জন্য ব্যয় বাড়াতে আমরা আরও নিষেধাজ্ঞা ও কার্যকরী ব্যবস্থা আরোপ করছি। শান্তির জন্য রাশিয়ান সেনাদের সম্পূর্ণ ও নিঃশর্ত প্রত্যাহার প্রয়োজন।'

জাপানে আয়োজিত জি-৭ সম্মেলন যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জামার্নি ও ইতালির শীর্ষ নেতারা।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন