২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



নতুন প্রেমে সামান্থা

বিনোদন ডেস্ক || ১৮ মে, ২০২৩, ০৫:৩৫ এএম
নতুন প্রেমে সামান্থা


ভারতের দক্ষিণী তারকা জুটির মধ্যে ভক্তদের জনপ্রিয় ছিল সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর। কিন্তু, ৪ বছরের মাথায়ই বিচ্ছেদ ঘটে এই জুটির। আগে যতটা আলোচনায় ছিলেন, বিচ্ছেদের পর তাদের নিয়ে আলোচনা যেন আরও বেড়েছে। বিচ্ছেদ হয়েছে প্রায় দেড় বছর, তবু  থামেনি তাদের নিয়ে আলোচনা। 

বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন তিনি। অন্যদিকে নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সবখানে।

কয়েক দিন আগে সামান্থাকে দেখা গিয়েছিল গলায় মঙ্গলসূত্র পরে। এবার নিজেই নতুন প্রেমের জানান দিলেন। সামান্থা এখন ব্যস্ত আছেন সিটাডেলের ভারতীয় সংস্করণের শুটিংয়ে। শরীরে বিরল রোগ নিয়েও এই অ্যাকশন সিনেমার কাজ করে যাচ্ছেন তিনি। সিটাডেলের সেটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সামান্থা লেখেন, 'অ্যাকশনের সঙ্গে আমার প্রেম যাপন।' 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন