০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



২ সিনেমার অপেক্ষায় স্পর্শিয়া

বিনোদন ডেস্ক || ১৮ মে, ২০২৩, ০৪:৩৫ এএম
২ সিনেমার অপেক্ষায় স্পর্শিয়া


এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মানের দিক বিবেচনা করে আগের তুলনায় অভিনয় কমিয়ে দিয়েছেন। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ। সিনেমার শিরোনাম ‘এখানে নোঙর’। ‘ওপেন কিচেন’ সিরিজেও রয়েছেন তিনি।

‘এখানে নোঙর’ ওয়েব সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী রনি। অন্যদিকে, রোমান্টিক কমেডি ধাঁচের সিরিজ ‘ওপেন কিচেন’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। দুটি কাজই দর্শক পছন্দ করেছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে স্পর্শিয়া অভিনীত মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে, ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘এখন খুব বেশি কাজ করি না। তবে মানের দিক বিবেচনা করে গল্প ও নিজের চরিত্র দেখে বুঝে কাজ করি। সম্প্রতি আমার অভিনীত যে কয়টি কাজ প্রকাশ পেয়েছে সবকটি থেকে ভালোই দর্শক সাড়া পাচ্ছি। সামনে আরও কাজ আসছে সেগুলোও আশা করি দর্শকদের ভালো লাগবে।’

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন