দেশের চলমান ২ মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলা সমুদ্রবন্দরে ভিড়েছে দুটি বাণিজ্যিক জাহাজ। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বসুন্ধরা ইমপ্রেস’ এসেছে ভিড়েছে। এছাড় বঙ্গবন্ধু রেলওয়ের মালামাল নিয়ে এসেছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি সান ইউনিটি’। বুধবার (১৭ মে) সকাল ১০টা ও ১১টার দিকে জাহাজ দুটি নোঙর করে। মোংলাবন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহিন মজিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকাল ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ৮ নম্বর বয়ায় ৩০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে নোঙর করে এমভি বসুন্ধরা ইমপ্রেস। এরপর সেখান থেকে ছোট লাইটারে করে কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এদিকে বেলা ১১ টায় বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টিল স্ট্রাকচার নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে ‘এমভি সান ইউনিটি’ নামক জাহাজ। এর আগে, গত ২ এপ্রিল ভিয়েতনাম থেকে ১৬৯ প্যাকেজের এক হাজার ৫৪৮ দশমিক ৪৬ মেট্টিক টন মেশিনারি পণ্য নিয়ে আসে জাহাজটি।
ঢাকা বিজনেস/বাপ্পা/এনই