২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



তেল-চিনি নির্ধারিত দামের চেয়ে বেশি রাখলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ মে, ২০২৩, ০২:৩৫ পিএম
তেল-চিনি নির্ধারিত দামের চেয়ে বেশি রাখলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী


বাজারে তেল ও চিনি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না, সেটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘কোনো অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংস্থাটিকে নির্দেশ দেওয়া হয়েছে।’মঙ্গলবার (১৬ মে) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম সেমিনারের আয়োজন করে।

পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজ আমদানির অনুমতিপত্র কৃষি মন্ত্রণালয় দিয়ে থাকে। কৃষকরা যেন ন্যায্যমূল্য পায়, সেজন্য পেঁয়াজ আমদানি করা হচ্ছে না। কৃষি মন্ত্রণালয় বাজার পর্যবেক্ষণ করছে। যদি দাম না কমে তাহলে তারা ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেবে।’

এরআগে,সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা করোনা মহাসংকটে টিকা কেনার জন্য অগ্রীম টাকা দিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার মতো একজন স্মার্ট প্রধানমন্ত্রী পাওয়ায় আমরা সত্যিই ভাগ্যবান। তার প্রতিটি চিন্তা-চেতনা এবং গৃহীত সব সিদ্ধান্তই স্মার্ট। যার ভিত্তি রচনা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকেই বুকে লালন ও ধারণ করেন।’ 

টিপু মুনশি বলেন, ‘শেখ হাসিনা একবার উত্তরবঙ্গ সফরে গিয়ে বলেছিলেন আমাদের দেশের সীমান্তবর্তী ভারতীয় ভূমিতে যদি চা চাষ হয়, তাহলে আমাদের ভূমিতে হবে না কেন? এরপর তার নির্দেশে পঞ্চগড়সহ সীমান্তবর্তী এলাকায় চা চাষের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে উত্তরবঙ্গে যে চা উৎপাদন হচ্ছে, তা দেশের ১৫ শতাংশ চাহিদা পূরণ করছে। দিন দিন চা চাষ বাড়ছে। এটা তার স্মার্টনেস এবং সুদূরপ্রসারী চিন্তার ফসল।’ সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন