২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



অভিনেতা ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

স্টাফ রিপোর্টার || ১৫ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
অভিনেতা ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৫ মে) এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে রোশান হোসেন। মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় আনা হবে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন